মক্কা বা মদিনা শরীফে ইন্তেকালের ফজিলত
মক্কা বা মদিনা শরীফে ইন্তেকালের ফজিলত
عَنْ حَاطِبٍ ، قَالَ : قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : مَنْ زَارَنِي بَعْدَ مَوْتِي ، فَكَأَنَّمَا زَارَنِي فِي حَيَاتِي ، وَمَنْ مَاتَ فِي أَحَدِ الْحَرَمَيْنِ بُعِثَ يَوْمَ الْقِيَامَةِ مِنَ الْآمِنِينَ- (رواه الدار قطني و البيهقي)
অনুবাদ : হযরত হাতেব রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমি দুনিয়া পর্দা করার পরে আমার রওজা যিয়ারত করে সে যেন আমার হায়াত অবস্থায়ই আমার যিয়ারত (সাক্ষাত) করল। যে ব্যক্তি হারামাঈন শারিফাঈন (মক্কা ও মদিনা) এর যে কোন একটিতে ইন্তেকাল করল, কিয়ামত দিবসে নিরাপত্তা প্রাপ্ত বান্দাদের সাথে সে উত্থিত হবে।
সুনানে দারে কুত্বনী: ২/২৭৮ হা: ৯১৩, বায়হাকী: কৃত শুয়াইবুল ইমান ৩/৪৮৮ হা: ৪১৫১, যাহাবী কৃত মিযানুল ই'তিদাল: ৭/৬৩, ইবনে হাজার আস্বকালানী কৃত লিসানিক মিজান: ৬/১৮০, ইমাম মুনযারী কৃত আত তারগিব ওয়াত তারহিব: ২/১৪৭ হাঃ ১৮৬৫, সূয়ূতী কৃত দুররুল মানসুর: ১/৫৬৯
No comments