Header Ads

ad728
  • Breaking News

    ২৪ হাজার ফেরেশতার কেয়ামত পর্যন্ত ইবাদতের সওয়াব

    প্রশ্নঃ কোন আমল করলে চব্বিশ হাজার ফেরেশতা কেয়ামত পর্যন্ত এবাদত করিতে থাকিবে ?


    জবাবঃ হাদিস শরীফ এ বর্ণিত আছে

    “যে ব্যক্তি সূরা আন্‌আম এর প্রথম তিন আয়াত সকাল বা বিকালে পাঠ করিবে, চব্বিশ হাজার ফেরেশতা কেয়ামত পর্যন্ত এবাদত করিতে থাকিবে এবং ঐ ফেরেশতাগণ এর সকল সওয়াব ঐ দোয়া পাঠকারী ব্যক্তির আমলনামায় লিখে দেওয়া হবে। একই সাথে, এমন একজন ফেরেশতা নিযুক্ত করা হবে, সে শয়তান এর মুখে চাবুক মারতে থাকবে; যেন শয়তান ঐ দোয়া পাঠকারী ব্যক্তিকে কোন প্রকার কুমন্ত্রণা দিতে না পারে। ইহার ফলস্বরূপ, শয়তান এবং দোয়া পাঠকারী ঐ ব্যক্তির মাঝে পর্দা পড়ে যায়। আর, কেয়ামত এর দিন আল্লাহ্‌ তা’য়ালা ঐ দোয়া পাঠকারী ব্যক্তিকে ডেকে বলবেন, “হে বান্দা! আমার আরশের ছায়ায় এসো। আমি তোমাকে জান্নাত এর খানা খাওয়াব, হাউজে কাউসার এর পানি পান করাব এবং সালসাবিল ঝর্নার পানি দ্বারা গোসল করাব।”

    [ইমাম জালালুদ্দিন সুয়ূতীঃ তফসীরে জালালাইন শরীফ]


    সূরা আন্‌আম এর প্রথম তিন আয়াত হলঃ
    “আল হামদু লিল্লাহিল লাযী খলাকাস্‌ সামাওয়াতি ওয়াল আর্‌দা ওয়া যায়ালায্‌ যুলুমাতি ওয়াননূর ছুম্মাল লাযীনা কাফারু বিরব্বিহিম ইয়াদিলূনা। হুয়াল্‌ লাযী খলাক্কুম মিন ত্বীনিন ছুম্মা ক্ব-যা আযালান ওয়া আযালুম মুসাম্‌মান ইনদাহু ছুম্মা আন্‌তুম তামতারুন। ওয়াহুয়াল্লাহু ফিস্‌ সামাওয়াতি ওয়াফিল আরদি ইয়ায়লামু সির্‌রাকুম ওয়া যাহরাকুম ওয়া ইয়ায়্‌লামু মা তাকসিবুন।”

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728