Header Ads

ad728
  • Breaking News

    নাক-কান-গলা-দাঁত সম্পর্কিত মাসায়েল

    নাক-কান-গলা-দাঁত সম্পর্কিত মাসায়েল

    ১)  কানে পানি ঢুকে গেলে, রোযা ভঙ্গ হয় না, বরং খোদ্ পানি ঢাললেও রোযা ভাঙ্গবে না। 
    (আদ দুররুল মুখতার, খন্ড-৩য়, পৃ-৩৬৭)

    ২) খড়কুটা দ্বারা কান চুলকালো, ফলে ওই খড়কুটার ময়লা লেগে গেলো, আর ওই খড়কুটাটি পুনরায় কানে দিলো। সে কয়েকবার এমন করলেও রোযা ভাঙ্গবে না। 
    (আদ দুররুল মুখতার, খন্ড-৩য়, পৃ-৩৬৭)

    ৩) কানে তেল বা ওষুধ প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। এতে শুধু কাজা ওয়াজিব হবে। কাফফারা ওয়াজিব হবে না। তবে গোসল করার সময় যদি অনিচ্ছাবশত কানে পানি প্রবেশ করে, তাহলে রোজা ভাঙবে না। (রদ্দুল মুহতার: ২/৩৯৬)

    ৪) দাঁত কিংবা মুখে হালকা এমন কোন জিনিষ অজানাবশতঃ রয়ে গেলো, যা থুথুর সাথে নিজে নিজেই নিচে নেমে যায়। বাস্তবেও তা নেমে গেছে। তবুও রোযা ভাঙ্গবে না। 
    (আদ দুররুল মুখতার, খন্ড-৩য়, পৃ-৩৬৭)

    ৫) দাঁত থেকে রক্ত বের হয়ে কণ্ঠনালী পর্যন্ত গেলে, কিন্তু কণ্ঠনালী অতিক্রম করে নিচে নামেনি। এমতাবস্থায় রোযা ভাঙ্গেনি। 
    (ফতহুল কদীর, খন্ড-২য়, পৃ-২৫৭)

    ৬) দাঁত থেকে রক্ত বের হয়ে যদি তা থুথুর সাথে ভেতরে চলে যায় তবে রক্তের পরিমাণ থুথুর সমান বা বেশি হলে রোযা ভেঙ্গে যাবে।-আলবাহরুর রায়েক ২/২৭৩; রদ্দুল মুহতার ২/৩৯৬

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728