Header Ads

ad728
  • Breaking News

    কসমেটিক্স-প্রসাধনীর ব্যবহারের মাসায়েল

    কসমেটিক্স-প্রসাধনীর ব্যবহার


    ১. রোযাদারের জন্য সুরমা লাগানো বা সুগন্ধি ব্যবহার করা মাকরূহ নয়। (মুসান্নাফে আবদুর রাযযাক ৪/২০৮; আলবাহরুর রায়েক ২/২৮০)

    ২. শরীর বা মাথায় তেল ব্যবহার করলে রোযা ভাঙ্গবে না। (মুসান্নাফে আবদুর রাযযাক: ৪/৩১৩; আদ্দুররুল মুখতার: ২/৩৯৫; আলবাহরুর রায়েক: ২/১৭৩)

    ৩ শিঙ্গা লাগালো (📌) কিংবা তেল অথবা সুরমা লাগালো, তাহলে রোযা ভাঙ্গবে না; যদিও তেল কিংবা সুরমার স্বাদ কণ্ঠনালীতে অনুভুত হয়, এমনকি যদি থুথুুর মধ্যে সুরমার রঙও দেখা যায়, তবুও রোযা ভাঙ্গবে না। 
    (আল-জাওহারাতুন্ নাইয়ারাহ, খন্ড-১ম, পৃ-১৭৯)

    📌 এটা ব্যথার চিকিৎসার একটা বিশেষ পদ্ধতি, যাতে ছিদ্র শিং ব্যথাগ্রস্ত স্থানে রেখে মুখ দিয়ে শরীরের দুষিত রক্ত টেনে বের করা হয়।

    No comments

    Post Top Ad

    ad728

    Post Bottom Ad

    ad728